Image
প্রকৃত মুমিন রাতের আধারে সিজদাহর মাধ্যমে তার রবের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে - আবদুল জব্বার

আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন যে ব্যক্তি রাতের বিভিন্ন সময়ে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আল্লাহর আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের অনুগ্রহ প্রত্যাশা করে সে কি তার সমান যে তা করেনা? বল যারা জানে এবং যারা জানেনা তারা কি সমান? বোধশক্তি সম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে। ১৪ মার্চ শুক্রবার শহরের মাসদাইর এলাকায় দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। 

মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে উক্ত শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন মহানগরী কর্ম পরিষদের সদস্য মোখলেসুর রহমান, মহানগরী মজলিসে সূরা সদস্য মোস্তফা কামাল, মজলিসে সূরা সদস্য ফরিদ উদ্দিন আহমেদ প্রমূখ।


Image
জামায়াতে ইসলামী বন্দর ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর ইউনিয়ন শাখার উদ্যোগে ১৪ মার্চ শুক্রবার বিকাল ৪ টায় বন্দর জনতা ক্লাব মাঠে  রমজানের তাৎপর্যক শীর্ষক আলোচনা ও  ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে  বাংলাদেশ জামায়াতে ইসলামী  বন্দর ইউনিয়ন সভাপতি মোঃ আঃ করিম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাহবুব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা  খোরশেদ আলম ফারুকী,  মাওঃ রেজাউল করিম, সামছুজ্জোহা , আঃ রহমান প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্টানে স্বাগতম বক্তব্য রাখেন বন্দর ইউনিয়নের সহ-সভাপতি জনাব জানে আলম। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কাজী জাহিদ, সেলিম উদ্দীন, মাইনদ্দীন,  মাওঃ তাজুল ইসলাম , জাকির হোসেন ও আল- আমিন । প্রধান অতিথির বক্তব্যে মঈনুদ্দিন  বলেন- আমরা এই বাংলাদেশে কোরআন,আইন চালু করতে চাই , কোরআনের আইন চালু হলে বাংলার মানুষ না খেয়ে মরবে না, কারন রিজিকের মালিক আল্লাহ তায়াল করে দেন। কোরআনের আইন চালু হলে  কোন মা বোন ধর্ষিতা  হবে না। আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে এ দেশের প্রতিটি জায়গায় কোরআন এর আইন চালু করবো ইনশাল্লাহ।


Image
বক্তাবলীর উন্নয়ন ও ইসলামী ঐক্যের আহ্বান জামায়াতের ইফতার মাহফিলে

লাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার অন্তর্গত ফতুল্লা পশ্চিম থানার বক্তাবলী ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বক্তাবলীর একটি স্থানীয় মিলনায়তনে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের আমির মাওলানা আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, আব্দুল করিম খান, মোখেছুর রহমান ও থানা আমির মাওলানা নুরুল হক।

ইউনিয়ন সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন, “বক্তাবলীর মানুষ শহরের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ইনশাআল্লাহ, যদি আমরা কখনো সুযোগ পাই, তাহলে শহরের সঙ্গে বক্তাবলীর উন্নয়ন সংযোগ স্থাপনের জন্য যা যা করা দরকার, তা করবো। নারায়ণগঞ্জকে একটি সুন্দর, আদর্শ নগরে রূপান্তরিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “কুরআনের শিক্ষাকে ধারণ করে আগামী দিনে সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” মাহে রমজানের শিক্ষা নিয়ে সবাইকে আত্মশুদ্ধি ও সামাজিক পরিবর্তনের পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইফতার মাহফিলে বক্তারা সমাজের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধ অনুযায়ী দেশ পরিচালনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।



Image
শ্রমজীবী মানুষের মাঝে না:গঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণের ইফতার সামগ্রী উপহার

বৈষম্যহীন রাষ্ট্রে আমরা সবাই সমান, শ্রমিকরা এখন থেকে আর কারো গোলামি করবেনা গোলামি করবে একমাত্র আল্লাহর। বন্ধু সাজার ভান করে কেউ যদি প্রভু সাজতে আসে আমরা সবাই তাদের ঐক্যবদ্ধ ভাবে প্রত্যাখ্যান করবো ইনশাআল্লাহ। ১৪ মার্চ শুক্রবার সকালে চাষাঢ়া শ্রমিক কল্যাণের অফিসে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার কালে এসব কথা বলেন সংগঠনটির নারায়ণগঞ্জ শাখার উপদেষ্টা মুহাম্মদ আবদুুল জব্বার। তিনি আরো বলেন অতিতে দেখেছি শ্রমিকের প্রাপ্য না দিয়ে বড় বড় কথা বলেছেন তারা আজ কোথায়? একটি কথা সবারই মনে রাখা দরকার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এসময় তিনি শ্রমিকদের সমস্ত দাবি দাওয়া বাস্তবায়নে পাশে থাকার আহবান জানান।
এসময় মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুুল মোমিনের সভাপতিত্বে উপহার প্রদান কালে আরো উপস্থিত ছিলেন সেক্রেটারি সোলোয়মান মুহাম্মদ মুন্না, সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফাইসুল, সহ-সভাপতি মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম সিকদার, মহানগরী অর্থ সম্পাদক খোরশেদ আলম রবিন, ট্রেড সম্পাদক এরশাদ শিকদার সহ অন্যন্য নেতৃবৃন্দ।


Image
১ নং পূর্ব ওয়ার্ড জামায়াতে ইসলামী এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১ নং পূর্ব ওয়ার্ড এর উদ্যোগে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি মুহাম্মদ টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মাওলানা আবদুল জব্বার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমীর কফিল আহমাদ ও থানার সহকারী সেক্রেটারী সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম রনি। প্রধান অতিথির বক্তব্যে জনাব আবদুল জব্বার বলেন” বিগত আওয়ামী আওয়ামী আমলে এদেশের মানুষ ইফতার মাহফিল ও ঠিকমত করতে পারেন নি। ইফতার সামগ্রীও থানায় নিয়ে যাওয়া হতো। আলেম-ওলামা ও মাসজিদে হকের পক্ষে কথা বলতে পারতেন না।তাঁদের টুটি চেপে ধরে থানায় নিয়ে গিয়ে মিথ্যা মামলায় আটক করা হতো। তবে ৫ আগস্টের গণবিপ্লবের পর আল্লাহ এই জগদ্দল পাথর থেকে এদেশের মানুষকে মুক্তি দিয়েছেন। এটা আল্লাহর অনেক বড় নেয়ামত । এই নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ নেয়ামত কেড়ে ও নিতে পারেন “

Image
সকল মুসলিমকে তাকওয়ার ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করতে হবে: মুহাম্মদ জামাল হোসাইন

মাহে রমজান এসেছে কুরআনের সেই সুমহান বাণী নিয়ে যা মুসলমানদেরকে জীবন চলার পথে হেদায়েতের পথ দেখাবে। সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে। আল্লাহ দ্রোহী সকল মতবাদের বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। নিজেকে সর্বদা আল্লাহ এবং রাসূলের দেখানো পথে নিজের জীবনকে ধাবিত করতে হবে। ১৩ ই মার্চ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ পূর্ব থানার, ১২ পূর্ব ওয়ার্ডের উদ্যোগে রমজান ও যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইফতার পূর্ব সমাবেশে বক্তৃতায় মহানগরীর সহকারী সেক্রেটারি মোঃ জামাল হোসাইন এইসব কথা বলেন।বিশেষ অতিথি ছিলেন জনাব মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, আমীর নারায়ণগঞ্জ পূর্ব থানা ও মহানগর কর্মপরিষদ সদস্য। উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরিদ উদ্দিন আহমাদ, মহানগর কর্মপরিষদ সদস্য। ওয়ার্ড সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক জনাব মোঃ জাহাঙ্গীর কবির পোকন,  মোঃ গিয়াস উদ্দিন, মোঃ খালিদ সাইফুল্লাহ, মোঃ আবু হানিফ এবং আরো প্রমুখ।



Image
১৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী শাখার পূর্ব থানার ১৩ নং উত্তর সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি ইবনে সাঈদের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী শাখার সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। এছাড়া বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন পূর্ব থানার সাবেক আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ও মহানগরীর কর্মপরিষদ সদস্য ফরীদ উদ্দীন, মহানগরীর মজলিসে শূরার সদস্য ও থানা সেক্রেটারী হাফেজ মাওলানা কামরুল হোসাইন, থানার বায়তুলমাল সম্পাদক আক্তার হোসাইন, থানার অফিস সম্পাদক শামসুল ইসলাম ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


Image
আল্লাহর নৈকট্য হাসিল করতে পারলেই দুনিয়া ও আখেরাতে মুক্তি - মাওলানা মঈনুদ্দিন আহমদ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বন্দর থানা উত্তরের উদ্যােগে ১২ মার্চ বুধবার বিকালে বন্দর ২৭ নং ওয়ার্ড লালখার বাগ এলাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রেীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, তিনি বলেন আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ন হলো তাকওয়া অর্জন করা, যিনি আল্লাহকে বেশি ভয় পান আল্লাহ তাকেই বেশি পছন্দ করেন। এসময় তিনি আরো বলেন রমজান শুধু আমাদের জন্যই ফরজ হয়নি এটি আমাদের পূর্ববর্তী লোকদের জন্যও ফরজ ছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মুন্সি আবদুল্লাহ মুহাম্মদ ফাইসূল,  বন্দর উত্তর থানা জামায়াতের আমীর মুফতি  মাওলানা আতিকুর রহমান।

বন্দর থানা উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে সেক্রেটারি মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের বন্দর উত্তর থানা সেক্রেটারি জহুরুল ইসলাম, ২৭ নং ওয়ার্ড সভাপতি সহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ ।


Image
জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী ১১ নং ওয়ার্ডের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী উত্তর থানা ১১ নং ওয়ার্ডের উদ্যােগে ১৩ মার্চ বৃহস্পতিবার বিকালে তল্লা বড় মসজিদ এলাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এসময় তিনি বলেন রমজান আমাদেরকে তাকওয়া মুখী করতে শেখান, তাই আসুন তাকওয়া অর্জনের মধ্যে দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে নিজেকে প্রস্তুত করি। তাহলেই সমাজ ও রাষ্ট্রে শান্তি ফিরে আসবে। আর যারা সমাজে অন্যায় জুলুম করে অশান্তি সৃষ্টি করবে তাদেরকে ধরে আইনের হাতে তোলে দিবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তল্লা বড় জামে মসজিদ ইমাম ও খতিব মুফতি ওমর ফারুক জাফরী,  উত্তর থানা সেক্রেটারি আব্দুর রহিম,

নারায়ণগঞ্জ উত্তর থানা কর্ম পরিষদের সদস্য ও ১১ নং ওয়ার্ডের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ১১ নং ওয়ার্ড সেক্রেটারি শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোহেল হোসেন, নাদিম হোসেন সহ অন্যন্য জামায়াতে নেতৃবৃন্দ।


Image
জামায়াতে ইসলামী ১৫ নং উত্তর সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার ১৫ নং উত্তর ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ পূর্ব থানার আমীর মাওলানা হাবীবুর রহমান। আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আনিছুর রহমান, ১৫ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মান্নানী, শিল্পী মনিরুল আলম ও ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ্ব ।