কায়েমপুর এলাকায় গণসংযোগে জামায়াতের মহানগর আমীর মাওলানা মো: আব্দুল জব্বার

Share:
পঠিত নিউজ: ১১১


২৬ জুলাই শনিবার বাদ আসর ফতুল্লা কায়েমপুর এলাকায় পরিত্যক্ত পুকুর পরিষ্কার করে এলাকাবাসীর ব্যবহার উপযোগী করে দেওয়ার আশ্বস্ত করেন নারায়ণগঞ্জ ০৪ আসনের জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী ও ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতের মহাহনগরী আমীর  মাওলানা মো : আবদুল জব্বার। তিনি আজ ০৪ আসনের কায়েমপুর এলাকায় গণসংযোগ চলাকালে এ কথা বলেন , তিনি সকল কে সাথে নিয়ে পরিত্যাক্ত পুকুরটি ব্যবহার উপযোগী করবেন বলে আশা প্রকাশ করেন এছাড়া প্রধান অতিথি বলেন , ইসলামের হুকুমাত প্রতিষ্ঠা হলে নারীরা উপেক্ষিত নয় সবচেয়ে নিরাপদ বোধ করবেন।  থানা আমীর আবুলকালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।  এছাড়া থানা সেক্রেটারি আব্দুর রহিম , জামায়াত  নেতা জসিম , রবিউল ও তরিকুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।