দেশের ক্রিটিক্যাল মুহুর্তে যারা দেশের স্বার্থের বিরোধী হয়ে কাজ করবে, তারা ইতিহাসের গনআদালতে দেশদ্রোহী হিসাবে চিহৃত হয়ে থাকবে।

Share:
পঠিত নিউজ: ৪০৪


দেশের ক্রিটিক্যাল মুহুর্তে যারা দেশের স্বার্থের বিরোধী হয়ে কাজ করবে, তারা ইতিহাসের গনআদালতে দেশদ্রোহী হিসাবে চিহৃত হয়ে থাকবে।


আর ২৪ 'শের জুলাই বিপ্লব তাদের জন্য  বড় একটি ম্যাসেজ হতে পারে । সেটি হলো জুলাই বিপ্লবে সমগ্রজাতি ফ্যাসিজমের বিরুদ্ধে একাট্টা হয়েছিলো। রাজনৈতিক দল ছাড়াও যে কোন অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হতে পারে ,  এটি ফ্যাসিজম লালনকারীদের জন্য একটি বড় সতর্ক সংকেত ।

সো-সাবধান! দেশের কল্যাণে সবাই মিলে কাজ করতে পারাই একজন একজন নাগরিকের জন্য গৌরবের ও সম্মানের ।


 নারায়ণগঞ্জ মহানগরী  আমীর, মুহাম্মদ আবদুল জব্বার