- জনগন জামায়াত কে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিছে- আবদুল জব্বার
- মদনপুর,মদনগঞ্জ রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
- ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল বিজয়ী হওয়ায় মাওলানা মঈনুদ্দিন আহমদ এর অভিনন্দন
- অভিনন্দন ডাকসুতে বিজয়ী প্যানেলকে!!
- নারায়ণগঞ্জকে MRT-2 (মেট্রোরেল) প্রকল্পে যুক্ত করার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর নিকট বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্মারকলিপির প্রদান

সূধী-শুভাকাঙ্ক্ষীদের নিয়ে শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৭ মার্চ শুক্রবার বিকালে শহরের চাষাঢ়া রুপশী বাংলাদেশ কনভেনশন চাইনিজ রেস্টুরেন্টে যাকাত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রেীয় সহ -সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, তিনি বলেন সমাজে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে যাকাত ভিক্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে, তাহলেই দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব। যারা আল্লাহর এই বিধান বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ তাদেরকেই আগামী দিনে সংসদ প্রতিনিধি হিসেবে জনগন ভোট দিবে।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার। তিনি বলেন ছাত্র-জনতার আত্ম ত্যাগের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে তা কোন ভাবেই নষ্ট করতে দেওয়া যাবেনা। স্বৈরাচারের আমলে যারা জুলুম লুণ্ঠন করছে তাদের এখন শক্ত হাতে কঠোর ভাবে প্রতিহত করতে হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় কেন্দ্রেীয় দপ্তর সম্পাদক জনাব নুরুল আমিন বলেন, আল্লাহ কুরআনে বলেছেন শ্রমিকের ঘাম শুখানোর আগে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে।
যাকাত শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ আব্দুল মোমিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোলাইমান হোসাইন মুন্নার সঞ্চালনায় আইনজীবী, ডাক্তার, ব্যাবসায়ী সহ সি বি এ নেতাদের পাশাপাশি বিভিন্ন থানা ও ওয়ার্ড এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার কে সর্বাত্মক সহযোগিতার ঘোষনা দেওয়া হয় মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি হাফেজ আব্দুল মোমিনের পক্ষ থেকে।