সর্বশেষ সংবাদ

শহীদ নেতৃবৃন্দের জীবন কুরবানী ইসলামী আন্দোলনের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে -মাওলানা আবদুল হালিম

Share:
পঠিত নিউজ: ৫৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে শহীদ নেতৃবৃন্দের জীবন কুরবানী ও হাজার হাজার নেতাকর্মীর অবর্ণনীয় দুঃখ-কষ্ট ইসলামী আন্দোলনের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। সংগঠন কর্তৃক ১১-২৫ এপ্রিল, দেশব্যাপী ঘোষিত গণসংযোগ পক্ষ পালনের মাধ্যমে সর্বস্তরের জনগণের কাছে বৈষম্য মুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে দাওয়াত পৌঁছে দিতে হবে।

প্রধান অতিথি আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার, আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচারের লক্ষ্যে গণঅভ্যুত্থানের সব পক্ষকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। কর্তৃত্ববাদী শাসনের বিলুপ্তি ও সকল দল ও শ্রেণী-পেশার মানুষের রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ততার জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (পিআর) অপরিহার্য।

তিনি বলেন, আগামী দিনে স্থানীয় ও জাতীয় নির্বাচনে ভালো ফলাফল লাভের জন্য জনগণের আকাক্সক্ষা ধারণ করে তৃণমূলে সংগঠনের বিস্তৃতি ও সমাজকল্যাণমূলক কার্যক্রম বাড়াতে তিনি দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম তৃণমূল পর্যায়ে সকল ইসলামী দল ও ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এবং সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করেন এবং গাজার মুসলমানদের ওপর ইসরাইলিদের বর্বরোচিত হামলা ও ধারাবাহিক আক্রমণের তীব্র নিন্দা জানান। তিনি গাজাবাসীর মানবিক সহায়তায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

৫ এপ্রিল (শনিবার) সকাল ১০টায় দিনাজপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ও চিরির বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান, চিরিরবন্দর-খানসামা সংসদীয় আসনের জননেতা আফতাব উদ্দীন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সাবেক জেলা আমীর ও বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট সংসদীয় আসনের জননেতা আনোয়ারুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য, সাবেক বিরল উপজেলার ভাইস চেয়ারম্যান ও বিরল-বোচাগঞ্জ সংসদীয় আসনের জননেতা অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, ফুলবাড়ী-পার্বতীপুর সংসদীয় আসনের জননেতা আনোয়ার হোসেন, দিনাজপুর সদর আসনের জননেতা অ্যাডভোকেট মাইনুল আলম, বীরগঞ্জ-কাহারোল সংসদীয় আসনের জননেতা মতিউর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর সভাপতি মুশফিকুর রহমান, জেলা উত্তর সভাপতি রাসেল রানা ও জেলা দক্ষিণ সভাপতি সাজিদুর রহমান সাজু প্রমুখ।

দায়িত্বশীল সমাবেশে জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, জেলা মহিলা বিভাগের দায়িত্বশীলাগণ, ছাত্রশিবিরের দিনাজপুর শহর, জেলা উত্তর, জেলা দক্ষিণ শাখার দায়িত্বশীলগণ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা দায়িত্বশীলগণ, ছাত্রী সংস্থার জেলা দায়িত্বশীলাসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, সকাল ৮টায়, দিনাজপুর শহর জামায়াতের এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। শহর আমীর সিরাজুস সালেহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক ও জেলা সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ প্রমুখ।