মগবাজারে জামায়াতের গণসংযোগ  ও মিছিল

Share:
পঠিত নিউজ: ৪৩১


বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল থানা পশ্চিমের উদ্যোগে ঢাকা উত্তরের ৩৫নং ওয়ার্ড মহল্লায় গতকাল শুক্রবার জুমা’র নামাজ শেষে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকার।

গণসংযোগে উপস্থিত ছিলেন থানা আমীর মো. ইউছুফ আলী মোল্লা, নায়েবে আমীর নুরুল ইসলাম আকন্দ, থানা সেক্রেটারি মো: রাশেদুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য , আকতার হোসাইন,শামীম হোসাইন, মহিউদ্দিন গাজী,ওয়ার্ড সভাপতিআব্দুল বাশির ইকবাল হোসেইন,আশিকুর রহমান  প্রমুখ।

গণসংযোগ ও মিছিলটি মগবাজার চান জামে মসজিদ গেট থেকে শুরু হয়ে মগবাজারের বিভিন্ন মহল্লা প্রদক্ষিণ করে ওয়্যারলেস মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।