জামায়াত জনগণের শাসক নয় সেবক হতে বদ্ধপরিকর -মাওলানা মঈনুদ্দিন আহমাদ

Share:
পঠিত নিউজ: ১৮৫


জামায়াত জনগণের শাসক নয় সেবক হতে বদ্ধপরিকর
মাওলানা মঈনুদ্দিন আহমাদ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।  তিনি বলেন , জামায়াত যদি দেশ সেবা করার সুযোগ পায় তবে জনগণের শাসক নয় সেবক হবে।  চাঁদাবাজি থাকবে না , ন্যায় ও আইনের শাসন নিশ্চিত করা হবে , ব্যাপক ভিত্তিতে কর্মসংস্থান করা হবে , জবাবদিহিতার চরম পরাকাষ্ঠা প্রকাশ ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।  ইসলামের অনুশাসনের ভিত্তিতে দেশ পরিচালনায় বদ্ধপরিকর।  আজ সন্ধ্যায় ১৫ নম্বর ওয়ার্ড এর গণসংযোগ এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  থানা আমীর মাওলানা মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারি মাওলানা এইচ এম নাসির উদ্দিন , দক্ষিণ থানা আমীর রুহুল আমিন টিটু , মহানগরী কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ফরিদুল ইসলাম।  গণসংযোগ টি থানা পুকুরপাড় , নয়ামাটি , রিভারভিউ মার্কেট এলাকা প্রদক্ষিণ করে টানবাজার এলাকায় গিয়ে বেশ হয়।