- জনগন জামায়াত কে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিছে- আবদুল জব্বার
- মদনপুর,মদনগঞ্জ রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
- ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল বিজয়ী হওয়ায় মাওলানা মঈনুদ্দিন আহমদ এর অভিনন্দন
- অভিনন্দন ডাকসুতে বিজয়ী প্যানেলকে!!
- নারায়ণগঞ্জকে MRT-2 (মেট্রোরেল) প্রকল্পে যুক্ত করার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর নিকট বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্মারকলিপির প্রদান

আমীরে জামায়াতের আগমন উপলক্ষ্যে আইনজীবীদের জেলা ও মহানগরী জামায়াত নেতৃবৃন্দের মত বিনিময়
নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামীর আমীর আব্দুল জব্বার বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা সকলেই আমাদের সকলের শক্তি। তাদের ঋণ পরিশোধ করতে চাইলে জাতির মধ্যে কোনো অনৈক্য থাকার সুযোগ নাই। এজন্য আমাদের জনসভা সমাবেশ মিটিং মিছিল সবকিছুর মূল হচ্ছে জাতিকে আরও ঐক্যবদ্ধ করা এবং এক চিন্তা মতের ভিত্তিতে পুরো দেশকে ঐক্যবদ্ধ রাখা। এটা করতে পারলে বাইরের কোনো কূটকৌশল পরিকল্পনা দেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না।
সোমবার (৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ আদালতপাড়া সংলগ্ন এলাকায় এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আগামী ৭ ফেব্রুয়ারি ওসমানী পৌর স্টেডিয়ামে জনসভাকে কেন্দ্র করে আইনজীবী থানার উদ্যোগে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
আব্দুল জব্বার বলেন, সত্যকে প্রতিষ্ঠার জন্য যে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা জামায়াত ইসলামী বলছে। সেই স্লোগানের অগ্রনায়ক হিসেবে বাংলাদেশে জামায়াত ইসলামীর আমীরে জামায়াত সারাদেশের মানুষের মধ্যে স্বপ্ন জাগিয়েছেন। সেই স্বপ্নের সাথে মানুষ একাকার হয়ে স্লোগান তুলেছে আমাদের নেতা চাই আমানতদার ন্যায় ইনসাফের ভিত্তিতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে এ ধরণের নেতাকে দিনের ভোট দিনে দিয়ে নির্বাচিত করতে চাই।
তিনি আরও বলেন, সেই জায়গাকে শক্তিশালী করার জন্য আগামী ৭ ফেব্রুয়ারি পৌর স্টেডিয়ামে জনসভা অনুষ্ঠিত হবে। অনেকেই বলছেন সেদিন কি পরিমাণ মানুষ হবে কল্পনা করতে পারছি না। আগে যারা খেলা হবে বলেছিলো তাদের পোগ্রামে ১০ থেকে ১৫ হাজারের বেশি লোক হয়নি। তাদের উপস্থিতি ছিলো গার্মেন্টস বন্ধ করে খেটে খাওয়া মানুষদেরকে জোর করে এনে পোগ্রামে নিয়ে আসতো। আমরা কোনো খেলা হবে বলবো না। আগামী ৭ ফেব্রুয়ারি ইসলামের পক্ষে জনসভা জনসমুদ্রে পরিণত হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, মহানগর সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হাফিজ মোল্লা, জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট মো. মাঈনুদ্দিন মিয়া, আইনজীবী থানার সভাপতি জাহাঙ্গীর দেওয়ান, সেক্রেটারী অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সহ সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাসুদুর রহমান সহ অন্যান্য আইনজীবীরা।