- জনগন জামায়াত কে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিছে- আবদুল জব্বার
- মদনপুর,মদনগঞ্জ রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
- ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল বিজয়ী হওয়ায় মাওলানা মঈনুদ্দিন আহমদ এর অভিনন্দন
- অভিনন্দন ডাকসুতে বিজয়ী প্যানেলকে!!
- নারায়ণগঞ্জকে MRT-2 (মেট্রোরেল) প্রকল্পে যুক্ত করার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর নিকট বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্মারকলিপির প্রদান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহিলা বোনদেরকে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে -মাওলানা মোঃ আবদুল জব্বার
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহিলা বোনদেরকে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে -মাওলানা মোঃ আবদুল জব্বার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মোঃ আবদুল জব্বার বলেছেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহিলা বোনদেরকে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। দেশের প্রায় ফিফটি পার্সেন্ট জনসংখ্যা মহিলা তা মহিলাদের যথাযথ ভূমিকার মাধ্যমে এদেশের কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সদস্য নির্বাচিত হতে পারে । তাই সকল পরিবারের কাছে, সকল মহিলাদের নিকট দ্বীনের সঠিক দাওয়াত সুন্দর ভাবে উপস্থাপন করতে হবে। এজন্য নিজেদের আমল আখলাখ উন্নত করা এবং কুরআন, হাদিস এবং সমসাময়িক বিষয়ের সমৃদ্ধ জ্ঞানঅর্জন করতে হবে।
তিনি গতকাল ২৬ জুলাই শনিবার বিকেলে শহীদ তিতুমীর একাডেমী মিলনায়তনে নারায়ণগঞ্জ উত্তর থানা মহিলা বিভাগের উদ্যোগে এক জনশক্তি ও সূধী নিয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ উত্তর থানার মহিলা বিভাগীয় সেক্রেটারি রাবেয়া খাতুনের সভাপতিত্বে এবং থানা সহকারী সেক্রেটারি নাজনীন জাহানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর মহিলা বিভাগীয় সেক্রেটারী মুহতারামা ফাতেমা খাতুন। সমাবেশে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদ সদস্য জনাব মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ উত্তর থানার আমীর জনাব আবুল কালাম আজাদ, মহানগর মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারি নাসরিন জাহান,মহানগর কর্মপরিষদ সদস্য ও সাংস্কৃতিক বিষয়ক দায়িত্বশীল রাবেয়া আক্তার, থানার সহকারি সেক্রেটারি ডালিয়া আক্তার, থানা কর্মপরিষদ সদস্য রহিমা খাতুন, হাসিনা আজিজ, মাহমুদা আক্তার, শামীমা আক্তার মুন্নি প্রমুখ দায়িত্ব শিলা।