15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0
সর্বশেষ সংবাদ
আমাদের প্রকাশনী

চরিত্র গঠনের মৌলিক উপাদান

লেখক- নঈম সিদ্দিকী

ভূমিকাঃ-★ ভূমিকায় ৩টি বিষয়ে আলোচনা
করা হয়েছে। যথাঃ–

১. ঈমান ও চরিত্র ধ্বংসকারী তৎপরতা। যেমনঃ– শয়তানের হামলা,
পাশ্চাত্যের বস্তুবাদী হামলা, ও
নাস্তিক্যবাদী হামলা

২. স্বার্থপরতাঃ–
সংক্রামক ব্যাধি হতে দেখে দূরে অবস্থান যেমন স্বার্থপরতা, তেমনি ঈমান নিয়ে মসজিদের কোনে আশ্রয় নেয়াও স্বার্থপরতার সামিল।

৩. ঈমানের পুঁজিঃ–
বাজারে আবর্তনের মধ্যে পুঁজির স্বার্থকতা। সিন্দুকে পড়ে থাকা পুঁজি যেমন কোন মুনাফা বয়ে আনতে পারে না, তেমনি চরিত্র রুপ পুঁজি সমাজে প্রতিফলিত না হলে তার স্বার্থকতা থাকেনা।

★ শয়তানের হামলা ৩ প্রকার। যথাঃ-
১। শয়তান মানুষের রূপ ধরে আসে,
২। শয়তান মানুষের চতুর্দিক থেকে হামলা করে,
৩। শয়তান মানুষের রক্ত কণিকায় প্রবেশ করে।

★ পাশ্চাত্যের বস্তুবাদী হামলা ২ প্রকার। যথাঃ-
১। পুঁজিবাদ ও
২। জাতীয়তাবাদ।

★ নাস্তিক্যবাদের হামলা ৩ প্রকার। যথাঃ-
১। সমাজতন্ত্র বা কমিউনিজম,
২। স্রষ্টার অস্তিত্বে অস্বীকৃতি ও
৩। ব্যক্তিজীবনে ইসলামকে মেনে না নেওয়া।

★ বইটির মূল আলোচনায় ৩টি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। 

১। আল্লাহর সাথে যথাযথ
সম্পর্ক,
২। সংগঠনের সাথে সম্পর্ক ও
৩। সহযোগীদের সাথে
সম্পর্ক।

★ আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির উপায় ৪ টি। যথাঃ-
১। মৌলিক বা ফরয ইবাদতসমূহ যথাযথভাবে পালন করা,
২। কুরআন-হাদীস সরাসরি অধ্যায়ন করা,
৩। নফল ইবাদতসমূহ পালন করা,
৪। সার্বক্ষণিক দোওয়া ও জিকির করা।

★ সংগঠনের সাথে সম্পর্ক বৃদ্ধির উপায় ৪ টি। যথাঃ-
১। আদেশ ও আনুগত্যের ভারসাম্য রক্ষা করা,
২। অন্ধ আনুগত্য না করা,
৩। নেতার পরিবর্তনে আনুগত্যের পরিবর্তন না করা।
৪। নেতার গুণাবলী অর্জন

★ সহযোগিদের সাথে সম্পর্কঃ আলোচিত বিষয় ৮টিঃ 

০১. সিন্ধান্ত গ্রহণের পূর্বে খবরের সত্যতা যাচাই করা।

০২. পারস্পারিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখা

০৩. ঠাট্টা বিদ্রোপ না করা

০৪. পরস্পরের দোষ খুজে না বেড়ানো

০৫. অসম্মানজনক নাম ব্যবহার না করা

০৬. কু ধারণা না করা

০৭. গোয়েন্দাগিরি না করা

০৮. গীবত না করা।