দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৮ জুলাই এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সম্প্রতি খুলনায় দু’পক্ষের সংঘর্ষে ৪ জন, টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের ৪ জন, রাজশাহীতে ২ জন, টেকনাফে ২ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজন পুলিশের এসআইসহ ১৬ জন লোককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ সকল ঘটনা থেকে প্রমাণিত হয় দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই। আইনের প্রতি আস্থা হারিয়ে মানুষ আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে।
করোনা পরিস্থিতি মোকাবিলা, বন্যা পরিস্থিতির অবনতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ। গ্রামে-গঞ্জেও আইন-শৃঙ্খলার অবনতি, মাদকের ব্যাপক ছড়াছড়ি ও সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে। করোনা মহামারির দুর্যোগ ও বন্যা পরিস্থিতির চরম অবনতিতে মানুষ যখন অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে, ঠিক তখন মানুষকে নৃশংসভাবে হত্যার এসকল ঘটনা জাতি হিসেবে আমাদেরকে ভাবিয়ে তুলছে। সহনশীলতা ও মানবিক আচরণের পরিবর্তে আইনকে হাতে তুলে নেয়ার প্রবণতা খুবই উদ্বেগজনক।
মানুষের জান-মাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা বিধান ও আইনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”