নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে বর্তমান পরিস্থিতিতে কর্মীদের করণীয় সম্পর্কে মুহতারাম সেক্রেটারী জেনারেলের নসীহত-
১.বর্তমানে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে ও অপরকে সচেতন করতে হবে।
২. করোনা আক্রান্ত রোগীদের সহযোগিতায় জামায়াতের সকল জনশক্তিকে এগিয়ে আসতে হবে।
৩. ইসলামী আন্দোলনের কাজকে সবচেয়ে বেশী অগ্রাধিকার দিতে হবে। এইক্ষেত্রে সূরা তওবার ১৯,২০,২১ ও ২২ নম্বর আয়াতগুলো অধ্যয়ন করে মর্ম উপলব্ধি করতে হবে এবং সে আলোকে নিজেদের আমলের পরিবর্তন করতে হবে।
৪. জ্ঞান অর্জনের জন্য ব্যাপকভাবে প্রতিদিন নিয়মিত কোরআন, হাদীস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে। কোরআনকে সঠিকভাবে বুঝার জন্য তাহফীমুল কোরআন অধ্যয়ন করতে হবে। সকল কর্মীকে জীবনে অন্ততঃ দুইবার সম্পূর্ণ তাহফীম পড়ে শেষ করতে হবে।