শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষা বাস্তবায়ন করতে হবে- বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, নারায়ণগঞ্জ মহানগরী
বিশ্ব শিক্ষক দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, মহানগরী শাখা।বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, নারায়ণগঞ্জ মহানগরী শাখার সভাপতি জনাব মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জনাব নুরুল ইসলামের পরিচালনায় শহরের স্থানীয় একটি মিলনায়তনে উক্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক নেতা জনাব আবদুল বাতেন, জনাব প্রফেসর মো: কামালউদ্দীন, জনাব মাহবুবুর রহমান, জনাব ফয়সাল মাহমুদ সহ ফেডারেশনের শিক্ষক নেতৃবৃন্দ।
আলেচনা সভায় নেতৃবৃন্দ বলেন ‘‘শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর।কিন্তু এই কারিগরদের যথাযথাভাবে প্রশিক্ষণ দিয়ে মানসম্মতভাবে গড়ে তোলার কোন উদ্যোগই সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে না।বরং বর্তমান সমাজে শিক্ষকরাই সবচেয়ে বেশী বৈষম্য, অবহেলা ও বঞ্চনার শিকার।আজ তাদের নূন্যতম মানবিক মর্যাদা,অধিকার ও সম্মান থেকে ও তাঁদের বঞ্চিত করা হচ্ছে।আজ যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে শিক্ষকদের মূল্যায়ন না করে শিক্ষাক্ষেত্রে পরিকল্পিতভাবে সংকট তৈরী করা হচ্ছে।কথিত অসম্প্রদায়িক সমাজ বির্নিমাণের অজুহাতে ধর্মহীন শিক্ষা কারিকুলাম চাপিয়ে দিয়ে দেশের শিক্ষাব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করার সুগভীর ষড়যন্ত্র চলছে।’’ আলোচনা সভায় বক্তরা আরো বলেন ‘‘তাই সময় এসেছে দেশের সকল বঞ্চিত ,অবহেলিত ও নিপীড়িত শিক্ষকদের এক্যবদ্ধ করে ইসলামী মূল্যবোধ্যের ভিত্তিতে একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ার তোলার জন্য সর্বাত্নক প্রচেষ্টা চালানো।’’