জামায়াত নেতা জনাব নুরুজ্জামান এর রোগমুক্তি কামনা করে মহানগরী জামায়াত আমীরের
জামায়াতে ইসলামীর প্রবীণ রুকন, অবিভক্ত নারায়ণগঞ্জ জেলার সাবেক অফিস সেক্রেটারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন, নারায়ণগঞ্জ মহানগরী শাখার সাবেক সভাপতি জনাব নুরুজ্জামান গতকাল অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ তার আশু রোগ মুক্তি কামনা করে এক বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তিনি বলেন, মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রিয় ভাই জনাব নুরুজ্জামান কে অতি দ্রুত সুস্থতা দান করেন এবং তাকে ইসলামী আন্দোলনের ময়দানে আবার ফিরিয়ে দেন। জনাব নুরুজ্জামান এর আশু রোগমুক্তি কামনা করে আল্লাহর দরবারে দোয়া করার জন্য তিনি জামায়াতের সকল স্তরের নেতাকর্মীদের আহ্বান জানান।