15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0
সর্বশেষ সংবাদ
আমাদের প্রকাশনী

দৈনিক সংগ্রামের নব মনোনীত সম্পাদক জনাব সাজ্জাদ হুসাইন খানকে মাওলানা মাঈনুদ্দীন আহমদের অভিনন্দন

ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী জাতীয় বাংলা দৈনিক এবং এদেশের মানুষের কাছে বিশ্বস্ততার প্রতীক দৈনিক সংগ্রামের সম্পাদক হিসেবে বিশিষ্ট কবি, ছড়াকার ও সাহিত্যিক জনাব সাজ্জাদ হুসাইন খান মনোনীত হওয়ায় নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
আজ গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় মাওলানা মঈনুদ্দিন আহমদ দেশের খ্যাতিমান লেখক,সাংবাদিক,সাহিত্যিক,কবি ও ছড়াকার জনাব সাজ্জাদ হুসাইন খানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই আশাবাদ ব্যক্ত করেন যে, জনাব সাজ্জাদ হুসাইন খানের নেতৃত্বে দৈনিক সংগ্রাম উত্তরোত্তর আরো সমৃদ্ধি অর্জন করবে এবং দেশের মানুষের মৌলিক অধিকারসমূহ রক্ষা ও গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় অতীতের মত বর্তমানে ও বলিষ্ঠ ও অগ্রণী ভূমিকা পালন করবে।