অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান
দেশের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ২৭ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “দেশের বিভিন্ন জেলায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুরে শীত তীব্র আকার ধারণ করছে। কোথাও কোথাও ঠাণ্ডাজনিত রোগ ছড়িয়ে পড়েছে। এসব এলাকার দরিদ্র ও অসহায় মানুষ তীব্র শীতে অত্যন্ত কষ্ট পাচ্ছে। কোনো কোনো এলাকায় ব্যক্তিগত উদ্যোগে কিছু সাহায্য-সহযোগিতা করা হলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো সাহায্য-সহযোগিতা প্রদানের তৎপরতা পরিলক্ষিত হয়নি। দলমত নির্বিশেষে আমাদের সকলেরই উচিত এ সকল অসহায় মানুষের পাশে এগিয়ে আশা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।
দেশব্যাপী তীব্র শীতের এই সময়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ ও জামায়াতে ইসলামীর সকল জনশক্তির প্রতি আহ্বান জানাচ্ছি।”