স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে গতকাল বিকেল পাঁচটায় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সংগ্রামী আমীর মাওলানা মঈন উদ্দিন আহমেদের সভাপতিত্বে “প্রেরণা” মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা অঞ্চল দক্ষিণের সম্মানিত পরিচালক জনাব সাইফুল আলম খান মিলন।মহানগরী সংগঠনের সম্মানিত সেক্রেটারী মাওলানা আবু রাকিবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগরীর সহকারী সেক্রেটারী জনাব আবু মাহফুজ, বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট তমিজ উদ্দিন আহমেদ, মহানগরীর সংস্কৃতি বিভাগের বিভাগীয় সেক্রেটারী, শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক, মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ উত্তর থানা জামায়াতের সম্মানিত আমীর জাকির হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সাইফুল আলম খান মিলন বলেন,”স্বাধীনতা অর্জনের পিছনে যাদের ত্যাগ-তিতিক্ষা যাদের অবদান বিশেষ করে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।কিন্তু যে উদ্দেশ্য ও লক্ষ্য সামনে রেখে স্বাধীনতা সংগ্রাম অনুষ্ঠিত হয়েছিল আজকে পঞ্চাশ বছর পার হলো স্বাধীনতার প্রকৃত আশা আমাদের পূর্ণ হয়নি। আজ আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। আজকে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করছি।আজকে আমরা বেকার সমস্যার সমাধানের জন্য সংগ্রাম করছি।আজকেও আমাদেরকের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করতে হচ্ছে।তাই স্বাধীনতা পূর্ণতা আনয়নের জন্য সকলকে আন্তরিকতার সঙ্গে দেশ গঠনের কাজ করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।”
আলোচনা সভা শেষে “শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের” শিল্পীদের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।