15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0
সর্বশেষ সংবাদ
আমাদের প্রকাশনী

হাজিগঞ্জ জামিয়ায়ে হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা ইসমাইল হোসেন রাহিমাহুল্লাহর ইন্তিকালে মাওলানা মঈন উদ্দিন আহমাদের শোক ও সমবেদনা

হাজিগঞ্জ জামিয়ায়ে হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা ইসমাইল হোসেন রাহিমাহুল্লাহর মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মঈন উদ্দিন আহমাদ এক শোকবাণী প্রদান করেন। শোক বাণীতে তিনি বলেন,দ্বীনের প্রচার ও প্রসারের লক্ষ্যকে সামনে রেখেই মরহুম এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি তাঁর লক্ষে পৌঁছার জন্য ধৈর্যের সাথে এগিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর এ প্রচেষ্টা কবুল করেছেন। বর্তমানে মরহুমের বহু ছাত্র সারাদেশে দ্বীনের প্রচার ও প্রসারের কাজে লিপ্ত রয়েছেন। এ অঞ্চলের মানুষ তাঁকে এবং তাঁর কাজকে দীর্ঘদিন স্মরণে রাখবে। আমরা দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন মরহুমের গুনাহ গুলো মাফ করে দেন এবং সকল নেক আমল গুলো কবুল করে তাঁকে জান্নাতের উচ্চতম মাকামে স্থান দান করেন। তিনি আরো বলেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামীন যেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্যের সাথে এ শোক কাটিয়ে উঠার এবং তাঁর উত্তরসূরীদের তাঁর রেখে যাওয়া কাজ চালিয়ে যাওয়ার তাওফিক দান করেন।