চাঁপাইনবাবগঞ্জে একটি ট্রলি খাদে পড়ে ৯ জন লোক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাঁকোপাড়া এলাকায় ধান বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ জন লোক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ১৯ নভেম্বর প্রদত্ত এক শোকবাণীতে বলেন,
“১৯ নভেম্বর ভোর ৫টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাঁকোপাড়া এলাকায় ধান বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৯ জন লোক নিহত এবং ৫ জন লোক গুরুতরভাবে আহত হয়েছেন। এর মধ্যে ২ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমরা তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করুন। দুর্ঘটনায় যারা আহত হয়েছেন আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
দুর্ঘটনায় নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”