­
15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জামায়াত আমীরের

দেশে একটি মহল হঠাৎ পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশে বিদ্যমান সম্প্রীতির পরিবেশ নষ্টের অশুভ পায়তারা চালাচ্ছে । এই বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। তিনি গতকাল রাতে তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে দ্বীনি মহল সহ সকলের প্রতি এই আহবান জানান।

 

তিনি বলেন ‘’সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে চরম অশ্লীল ও উস্কানিমূলক বক্তব্য! দ্বীনি মহলকে বিষয়টি গভীরভাবে ভাবতে হবে। যৌক্তিক জবাব দিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি কোনভাবেই কাউকে নষ্ট করতে দেয়া হবে না। নিজেদের সঠিক করণীয়টা ভুলে গেলে চলবে না। মুসলমানদের সীসা ঢালা ঐক্যই এর একমাত্র সমাধান।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে অন্তর দিয়ে বুঝার শক্তি দিন। আমীন।’’