15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

নারায়ণগঞ্জে জলাবদ্ধতা এবং মেয়র মহোদয়ের প্রতি মহানগর জামায়াতের আহবান।

২০ জুন‘২০২০

নারায়ণগঞ্জে জলাবদ্ধতা এবং মেয়র মহোদয়ের প্রতি মহানগর জামায়াতের আহবান।

আষাঢ়ের শুরুর কয়েক দিনের বৃষ্টিতে ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) বাঁধের ভেতরসহ নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর প্রায় সব এলাকা পানিতে ডুবে গেছে। পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, শিল্পকারখানাসহ বিভিন্ন স্থাপনা। পানি জমে কোথাও হাঁটু থেকে কোমর পানি উঠে গেছে। বৃষ্টির পানির সঙ্গে ড্রেনের ময়লা-আবর্জনা উপচে একাকার। ভোগান্তিতে পড়েছে শহর এবং ডিএনডির বাঁধের ভেতরে বসবাসকারী কয়েক লাখ মানুষ।
সিটি করপোরেশন নগরবাসীর কাছ থেকে কর নিলেও নাগরিক সুবিধা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মনে করে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী।ড্রেনেজ অব্যবস্থাপনা, নিম্নমানের কাজ এবং অপরিকল্পিত পরিচালনার ফলে করোনা আতঙ্কের সাথে নোংরা ময়লা পানিতে বসবাস করতে হচ্ছে নগরবাসীকে। সেই সাথে তারা রয়েছেন ডেঙ্গুর ভয়সহ নানা রোগের ঝুঁকিতে।
জামায়াতে ইসলামী মনে করে, নাসিক কর্তৃপক্ষ সময় মতো ড্রেন পরিষ্কার না করার ফলে এ জলাবদ্ধতার শিকার হয়ে খেসারত দিচ্ছে নগরবাসী।বৃষ্টিতে নাসিকের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। ফুটপাতসহ ডুবে যায় প্রধান প্রধান সড়ক। শহরের বিভিন্ন এলাকায় মানুষের ঘরেও ঢুকে যায় বৃষ্টির পানি। এই জলাবদ্ধতায় চাষাঢ়া, জামতলা, মিশনপাড়া, দেওভোগ, ডনচেম্বার, খানপুর, নগর খানপুর, তল্লা, আমলাপাড়া, কলেজরোড, প্রেসিডেন্ট রোড, গলাচিপা উকিলপাড়া, মাসদাইর এলাকার মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়ে। প্রধান প্রধান সড়ক ছাড়াও হাঁটু পানি জমে যায় পাড়া-মহল্লার রাস্তায়, অলিতে-গলিতে। সার্বিক অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ নাগরিকরা।
শহরের এই পানিবন্দি অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন কর্মস্থল মুখী মানুষ। যানবাহন না পেয়ে পানি মাড়িয়েই তাদের কর্মস্থলে যেতে হয়েছে। আবার কাজ শেষে এই পানি ভেঙেই তাদের বাড়ি ফিরতে হয়।
এমন পরিস্থিতিতে সিটি করপোরেশনের মেয়র মহোদয় অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে মনে করে নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী।