সুপ্রীম কোর্টের বর্ষীয়ান আইনজীবী এড. নজরুল ইসলামের মৃত্যুতে নারায়গঞ্জ মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীরের শোক
বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সাবেক সদস্য ও অবিভক্ত নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর জনাব এডভোকেট নজরুল ইসলামের মৃতুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী নারায়গঞ্জ মহানগরী শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবু রাকিব । আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় মাওলানা আবু রাকিব বলেন সাংগঠনিক এবং পেশাগত জীবনে তিনি দক্ষতা ও স্বচ্ছতার সাথে মেধা এবং প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন। অনেক সামাজিক প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন এবং অনেক সামাজিক প্রতিষ্ঠানের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ইসলামিক সোসাইটি অফ নারায়াগঞ্জ, আদর্শ স্কুল নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ আদর্শ মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করে তিনি নারায়ণগঞ্জের শিক্ষা বিস্তারে বাস্তব পদক্ষেপ রেখেছেন। বাল্যকাল থেকেই তিনি ইসলামী আন্দোলনের একজন নিষ্ঠাবান কর্মী এবং দায়িত্বশীল হিসেবে আমাদের জন্য অনেক শিক্ষনীয় বিষয় উপহার দিয়েছেন। জনাব আবু রাকিব মহান মনিবের দরবারে ফরিয়াদ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁর এই গোলামের আজীবনের সকল নেক আমলগুলো কবুল করেন এবং তার জীবনের সকল গুনাহখাতা ক্ষমা করে তাকে শহীদের মর্যাদা দান করেন। তিনি মরহুম এড. নজরুল ইসলামের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং বলেন, মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে দোয়া করি আল্লাহ মরহুমের পরিবারের সদস্যদের যেন সবরে জামিল করার তৌফিক দান করেন।