শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় কার্গো জাহাজ ডুবে মৃত্যুর ঘটনায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের শোক প্রকাশ
আজ ৭ই জুলাই মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিটি গ্রুপের একটি জাহাজের ধাক্কায় পাথর বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে বাদল মাস্টার নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন শীতলক্ষ্যা নদীতে জাহাজডুবি এবং মানুষ মৃত্যুর ঘটনা নতুন নয়। নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে এ ঘটনা দিন দিন বেড়েই চলেছে। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত ব্যক্তির পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। তিনি এ ঘটনায় নিহত বাদল মাষ্টারের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং এ প্রতিকুল পরিস্থিতিতেও মহান আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধারণের আহ্বান জানান।