বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব নুরুদ্দীন আহমাদের ইন্তেকালের মাওলানা মঈন উদ্দিন আহমাদের শোক ও সমবেদনা
খানপুর নিবাসী মরহুম আব্দুল বাসেদ চেয়ারম্যান ও মরহুম আলহাজ্ব মহিউদ্দিন আহমাদের ছোট ভাই এবং বিশিষ্ট ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকনের চাচা বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজ সেবক এবং ইসলামী ব্যক্তিত্ব আলহাজ্ব নুরুদ্দীন আহমাদ গতরাতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন)। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মঈন উদ্দিন আহমাদ এক শোকবাণী প্রদান করেন। শোকবার্তায় তিনি বলেন, মরহুম আলহাজ্ব নুরুদ্দীন আহমাদ ছিলেন একজন সৎ ব্যবসায়ী ও নিষ্ঠাবান সমাজসেবক। নিষ্ঠার সাথে তিনি মানুষের সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন। সাথে সাথে তিনি ছিলেন একজন নিষ্ঠাবান মুসলিম। একাগ্রতার সাথে তিনি ইসলামের সঠিক অনুশীলন করে গিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আমরা মুনাজাত করি আল্লাহ যেন মরহুমের গুনাহ সমূহ মাফ করে দেন এবং নেক আমল গুলোর বদলা বহুগুন বাড়িয়ে জান্নাতের উচ্চতম স্থানে তার স্থান নির্ধারণ করেন। সাথে সাথে আমরা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং দোয়া করছি আল্লাহ যেন তাদের এ শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন।