বাংলাদেশ জামায়াত ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
আজ ১৭ ই ডিসেম্বর সকালে স্থানীয় মিলনায়তন প্রেরণা তে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত আমীর মাওলানা মঈন উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু নকীব, আব্দুস সোবহান , মহানগরী সমাজ কল্যাণ বিভাগের বিভাগীয় সেক্রেটারি জনাব জামাল হোসাইন। শীতবস্ত্র বিতরণ পূর্ব সমাবেশে প্রধান অতিথি মাওলানা মঈন উদ্দিন আহমেদ বলেন জামায়াত ইসলামীর সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আর ইসলামকে প্রতিষ্ঠিত এই জন্যই করা প্রয়োজন যাতে কোন মানুষ অসুখে অসহায় অবস্থায় না থাকতে পারেন।আজ যারা এখানে এসে শীতবস্ত্র নিচ্ছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তাদের সকলের বাসায় যেয়ে ঘরে ঘরে অসহায় দুস্থ মানুষের নিকট সেবা পৌঁছানো হবে। তাই ইসলামী সমাজ বিনির্মাণের জন্য কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।