বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে মিলনায়তনে সোমবার বিকেলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা মঈন উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাওলানা আবু নকীব ,আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মুজিবুর রহমান শেখ, আব্দুর রহিম, শিহাব উদ্দিন ,ও রবিউল ইসলাম প্রমুখ ,সভাপতির বক্তব্যে মহানগরী জামায়াতের আমীর মাওলানা মঈন উদ্দিন আহমেদ বলেন স্বাধীনতার ৪৯ বছর পরেও বুদ্ধিজীবী হত্যার প্রকৃত রহস্য উদঘাটন না করে পরস্পরকে দায়ী করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিভিন্ন মহল চেষ্টা করছে আমরা এ ঘটনার নিন্দা জানাই এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করে জাতির সামনে বিচারের সম্মুখীন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি ,সভাপতির মুনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।