15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0
সর্বশেষ সংবাদ
আমাদের প্রকাশনী

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরাইল ব্যতীত’ কথাটি বাদ দেয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরাইল ব্যতীত’ কথাটি বাদ দেয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৪ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“বাংলাদেশের পাসপোর্ট থেকে রহস্যজনকভাবে ‘ইসরাইল ব্যতীত’ কথাটি বাদ দেয়া হয়েছে। কোন্ অদৃশ্য কারণে সরকার এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে তা বোধগম্য নয়। সরকারের এ সিদ্ধান্তে দেশের মানুষ হতবাক হয়েছে। আমরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার অযুহাত দেখিয়ে হঠাৎ করে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরাইল ব্যতীত’ কথাটি বাদ দিয়ে সরকার কাকে সন্তুষ্ট করতে চায় দেশের মানুষ তা জানতে চায়।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ‘ইসরাইল ব্যতীত’ কথাটি সংযুক্ত থাকাবস্থায় বাংলাদেশের পাসপোর্টের আন্তর্জাতিক মানদণ্ড অবশ্যই বজায় ছিল। সরকার বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ কথাটি বাদ দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার যে ব্যাখ্যা বা খোঁড়া যুক্তি প্রদান করেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই সিদ্ধান্ত গ্রহণের পিছনে বর্তমান সরকারের কোনো গোপন উদ্দেশ্য রয়েছে কিনা জাতি তা জানতে চায়।

অবিলম্বে এ অগ্রহণযোগ্য সিদ্ধান্তটি প্রত্যাহার করে বাংলাদেশ পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ কথাটি সংযুক্ত করার জন্য আমরা সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি।”