দৈনিক ইনকিলাবের ফটো সাংবাদিক হাবীবুর রহমানের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত আমীরের শোক প্রকাশ
দৈনিক ইনকিলাব পত্রিকার নারায়ণগঞ্জ জেলার ফটো সাংবাদিক হাজী হাবিবুর রহমান শ্যামলের ‘মা’ হাজী মিনা বেগম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ। তিনি এক শোক বার্তায় মরহুমার রুহের প্রতি মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
মরহুমা হাজি মিনা বেগম কাশিপুর বাংলাবাজার মৃত হাজী শহিদুল্লাহ’র স্ত্রী। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন।মরহুমার ছেলে হাবিবুর রহমান শ্যামল জানান, স্ট্রোক করার পর নারায়ণগঞ্জ শহরের একটি ক্লিনিকে ১ মাস ৯ দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
বুধবার ১৯ আগষ্ট দুপুর দেড় টায় ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।আজ বুধবার বাদ মাগরিব
বাংলাবাজারস্থ হাজী উজির আলী স্কুল মাঠে মরহুমা’র জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়।