প্রফেসর সগীর হোসেন হাওলাদারের মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের শোক
সফর আলী কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামি এডুকেশন সোসাইটির অনারারী ইন্সপেক্টর সগীর হোসেন হাওলাদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মাঈনুদ্দীন আহমাদ ও মহানগরী সেক্রেটারী মাওলানা আবু রাকিব।
এক যৌথ শোক বার্তায় নেতৃবন্দ শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ ও এই অনন্ত পথের যাত্রায় মহান রব যেন তাকে জান্নাতের ছায়ায় আচ্ছাদিত করে সকল প্রকার সওয়াল জবাব সহজ করে জান্নাতের মেহমান বানিয়ে নেন এই জন্য আর্জি তারা আল্লাহর দরবারে পেশ করেন।