জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হয়েছেন মাওলানা এটিএম মা’ছুম। জামায়াতের আমির ডা: শফিকুর রহমান মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গ্রেফতার হওয়ার প্রেক্ষাপটে মাওলানা এটিএম মা’ছুম এর উপর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব অর্পণ করা হলো।’এর আগে গতকাল সোমবার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদসহ ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে রাজধানীর বসুন্ধরার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।তাদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির আমির ডা: শফিকুর রহমান। সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে তাদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে জামায়াত।