জামায়াতের মাসব্যাপী মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু
আজ ১৮ ই জুলাই, ২০২০, শনিবার সিদ্ধিরগঞ্জ উত্তর সাংগঠনিক থানার উদ্যোগে সড়কে গাছ লাগিয়ে মাসব্যাপী বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মঈনুদ্দীন আহমদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী জনাব জামাল হোসেন ও সিদ্ধিরগঞ্জ উত্তর সাংগঠনিক থানার আমীর মাওলানা মোস্তফা কামাল।
মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করে মাওলানা মঈন উদ্দিন আহমদ বলেন, বৃক্ষ আমাদের নানাবিধ উপকারে আসে। ধীরে ধীরে বৃক্ষরাজির উজাড় হয়ে যাওয়ার কারণে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। এ অবস্থায় আমাদের সকলের দায়িত্ব হচ্ছে, কমপক্ষে একটি হলেও গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার কাজে সহযোগিতা করা। তিনি জামায়াতের সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি একটি করে হলেও গাছ লাগানোর আহ্বান জানান।