15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0
সর্বশেষ সংবাদ
আমাদের প্রকাশনী

আসন্ন কুরবানীতে দেশবাসীর কাছে আমীরে জামায়াতের আহবান

আসন্ন কুরবানীতে দেশবাসীর কাছে আন্তরিক আহবান জানিয়েছেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। দেশবাসীর প্রতি জানানো আহবান বার্তায় তিনি বলেন করোনা সংক্রমণের কারণে উদ্ভুদ পরিস্থিতিতে বিপুল সংখ্যক মানুষ দীর্ঘদিন ধরে কর্মহীন ও আয়-রোজগার বঞ্চিত। তাদের পেটে ক্ষুধার আগুন জ্বলছে। বৃদ্ধ মাতা-পিতা, সন্তান সন্ততি ও পরিবারের সদস্যদের ন্যুনতম চাহিদা পূরণ করা তাদের জন্য অনেকটা অসম্ভব হয়ে পড়েছে।

আসুন, কুরবানীর পাশাপাশি অসহায় মানুষদের মুখে হাঁসি ফুটানোর চেষ্টা করি। তাদের দিকে দরদমাখা সাহায্যের হাত বাড়িয়ে দেই। তাদের অবুঝ সন্তান এবং পরিবারের সদস্যদের মুখে হাঁসি ফুটলে তা হবে আল্লাহ তায়া’লার বারাকাহ হাসিলের বড় মাধ্যম এবং জান্নাতের বাহন।

দলীয় সহকর্মীবৃন্দ সহ আপামর দেশবাসীর কাছে এমনই সাহায্যের হাত প্রত্যাশা করছি।

আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’য়ালা এ মহান কাজের জন্য আমাদেরকে কবুল করুন। পাশাপাশি মহান রাব্বুল আলামীন বিপন্ন মানুষের একান্ত সহায় হোন, তাদের দুঃখ কষ্ট দূর করে দিন। আমাদের মাথার উপর থেকে মানব সৃষ্ট জুলুম এবং করোনার সংক্রমণ উঠিয়ে নিন। আমীন।