আমীরে জামায়াত ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে জঙ্গী সংশ্লিষ্টতার মিথ্যা ও বানোয়াট আপ্রচারের মাধ্যমে দেশবাসীকে বিভ্রান্ত করার প্রতিবাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানকে জ/ঙ্গি/বাদের অপবাদ দিয়ে মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৪ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দেশবাসীর নিকট একজন উদার, গণতন্ত্রমনা, মানবদরদী ও পরিচ্ছন্ন ইমেজের মানুষ হিসেবে পরিচিত। কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে এমন একজন ক্লিন ইমেজের ব্যক্তির বিরুদ্ধে জ/ঙ্গি/বাদের অপবাদ দেওয়ার বিষয়টি দেশবাসীর নিকট শুধু হাস্যকরই নয়, সত্যের অপলাপও বটে। কারণ তাঁর প্রতিটি কথা ও কাজ প্রকাশ্য এবং নিয়মতান্ত্রিক। তিনি গণতন্ত্র এ নিয়মতান্ত্রিকতার বাইরে কখনো কোনো কথা বলেন না।
বিবৃতিতে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, জ/ঙ্গি/বাদের সাথে ডা. শফিকুর রহমান ও জামায়াতের সংশ্লিষ্টতা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ। দেশবাসী মনে করে, জামায়াতকে কোনোভাবেই দমাতে না পেরে জ/ঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আনার অপচেষ্টা চালানো হচ্ছে। তথাকথিত জ/ঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি গভীর ষড়যন্ত্রের অংশ। সরকারের মদদপুষ্ট এক শ্রেণির সংবাদপত্র হাস্যকরভাবে ডা. শফিকুর রহমান ও জামায়াতকে জ/ঙ্গিবাদের সাথে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।