২৮ শে অক্টোবরের শহীদদের স্মরণে জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন
২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা। বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরীর মজলিসে শূরার সদস্য ও সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমীর আলহাজ্ব কফিল আহমদের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী,নারায়ণগঞ্জ মহানগরী শাখার নায়েবে আমীর জনাব আবদুল জব্বার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার সেক্রেটারী আবদুল গফুর, থানার সহকারী সেক্রেটারী ও সাবেক ছাত্রনেতা সাদ আহমদ, থানার কর্মপরিষদ সদস্য কামাল উদ্দিন সহ থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।