শিল্পী মুস্তাফা জামান আব্বাসীকে দেখতে তাঁর বাসায় যান আমীরে জামায়াত
শিষ্ট কবি ও শিল্পী মুস্তাফা জামান আব্বাসী হার্ট অ্যাটাক করে রাজধানীর একটি বেসরকারি হসপিটালে ৯দিন ভর্তি ছিলেন। এখন গুলশানের বাসায় নিবিড় পরিচর্যায় আছেন। তাঁকে দেখতে তাঁর বাসায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আমীরে জামায়াত জনাব মুস্তাফা জামান আব্বাসীর শারীরিক খোঁজ খবর নেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর রোগ মুক্তির জন্য দোয়া করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
উল্লেখ্য যে, এর আগে জনাব মুস্তাফা জামান আব্বাসী ২০১৭ সালে প্রথম মাইল্ড স্ট্রোক করেন। তারপর থেকে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছেন।