­
15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

হাফেজ আব্দুল মোমিনের পিতা ছিলেন একজন নেক্কার মুসলমানের আদর্শ নমুনা- মাওলানা মাঈনুদ্দীন আহমদ

বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-নারায়ণগঞ্জ মহানগরী শাখার সম্মানিত আমীর মাওলানা মঈন উদ্দিন আহমদ বলেছেন,” হাফেজ আব্দুল মোমিনের পিতা ছিলেন একজন আদর্শ মানব, নেককার বান্দা এবং জান্নাতী মানুষের পথিকৃৎ। তিনি তার দীর্ঘ নেক জীবনে ব্যক্তিগতভাবে আমলদার ছিলেন, ইসলামের একজন খাদেম ছিলেন এবং পুরো পরিবারকে তিনি ইসলামের আলোকে গঠন করেছেন এবং সমাজেও ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমৃত্যু চেষ্টা করে গেছেন। বর্তমান সমাজে এমন ইসলামের জন্য নিবেদিত প্রাণ মুসলমান খুবই বিরল। আমরা আল্লাহ সুবাহানাতালার দরবারে তার জীবনের সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের উঁচু মাকাম দান করার জন্য দোয়া করছি।”
তিনি আজ শুক্রবার সকালে নগরীর ‘প্রেরণা’ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে মহানগরীর কর্ম পরিষদের সদস্য এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নারায়ণগঞ্জ মহানগরী শাখার সভাপতি জনাব হাফেজ আব্দুল মোমিন এর পিতার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদের সদস্য নারায়ণগঞ্জ উত্তর থানার আমীর জনাব আবু তালহার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত সেক্রেটারি মাওলানা আবু নাকিব।। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মরহুম কারী ইলিয়াস হোসেনের সুযোগ্য পুত্র মাওলানা আব্দুল মজিদ ও হাফেজ আব্দুল মমিন, নারায়ণগঞ্জ উত্তর থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মনির হোসেন, আব্দুল কুদ্দুস, গাজী আবু সাঈদ, জামায়াত নেতা সিদ্দিকুর রহমান প্রমুখ।