স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে “ফেন্ডস ফোরাম অব নারায়ণগঞ্জের” উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন
গতকাল থেকে শুরু হল “ফ্রেন্ডস ফোরাম নারায়ণগঞ্জের” উদ্যোগে স্বাধীনতার পঞ্চাশ বর্ষ উদযাপন উপলক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফোরাম অফ নারায়ণগঞ্জের সভাপতি এইচ এম নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সমাজের আইকন ও বিশিষ্ট সংস্কৃতি ব্যাক্তিত্ব জনাব মোস্তফা মইনুল হক তারেক। আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের কৃতিসন্তান বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক জনাব আলহাজ্ব জাহাঙ্গীর কবির পোকন ।
উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফোরামের সম্মানিত সেক্রেটারি জনাব ফরিদ উদ্দিন আহমেদ, সহকারী সেক্রেটারী জনাব হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারী জনাব মোঃ আব্দুস সালাম, সহকারী সেক্রেটারী জনাব সারয়ারুল ইসলাম খান, এরশাদ খান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১২ টি টিম এই খেলায় অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ১২ নম্বর ওয়ার্ড যুব সংঘ vs ১৬ নং ওয়ার্ড ইয়ং স্টার । সার্বিকভাবে খেলা পরিচালনা করেন “ফেন্ডস ফোরাম অব নারায়ণগঞ্জের” সম্মানীত যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল সোয়াদ, আবু সুফিয়ান, হাসান মাহমুদ, কবির হোসেন প্রমুখ।