স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে গতকাল ২৭ ফেব্রুয়ারি বিকেলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মঈন উদ্দিন আহমদ এর সভাপতিত্বে “আন-নূর মিলনায়তনে” অনুষ্ঠিত এ সভায় মহানগরী সেক্রেটারী আবু রাকিব ছাড়াও মহানগরীর সকল কর্মপরিষদ সদস্য এবং থানা আমীরগণ উপস্থিত ছিলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সফল ও ফলপ্রসূ করতে মাসব্যাপী এ কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য এ প্রস্তুতি সভা থেকে মহানগরীর সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়ন সভাপতিদেরকে আহ্বান জানানো হয়। প্রস্তুতি সভা শেষে মহানগরী আমীর মাসব্যাপী পালিত এ কর্মসূচির মধ্যে স্বাধীনতার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনা সভা অনুষ্ঠান, বুকলেট, লিফলেট ও স্মারক প্রকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন ছাড়াও অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও স্বাস্থ্য সহায়তা প্রদান এবং আত্মকর্মসংস্থানমূলক কাজে সহায়তা দান সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন। প্রস্তুতি সভা থেকে জনগণকে সাথে নিয়ে মাসব্যাপী ঘোষিত এ কর্মসূচি পালনে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।