সেক্রেটারী জেনারেল সহ দশ শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে ঢাকায় বিক্ষোভ সংগঠনের ঢাকা মহানগরী উত্তর শাখার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও জনাব হামিদুর রহমান আজাদসহ ১০ জনকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। মিছিলে উপস্থিত ছিলেন মহানগরী উত্তর শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুজুর রহমান, শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, ঢাকা মহানগর পশ্চিম শাখা শিবির সভাপতি শাব্বির বিন হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।