সীরাতুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নারায়ণগঞ্জ পুর্ব থানার উদ্যোগে হিফজুল কোরআন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গত ২৬ নভেম্বর শনিবার সকালে নগরীর টুকিউ প্লাজা মিলনায়তনে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নারায়ণগঞ্জ পুর্ব থানার উদ্যোগে মহান সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত হেফজুল কোরআন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভা ওলামা শায়খ পরিষদের নারায়ণগঞ্জ পূর্ব থানার সভাপতি হাফেজ মাওলানা নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বাংলাদেশ মসজিদ মিশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল, ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব ডক্টর খলিলুর রহমান মাদানী ।
প্রধান বক্তা হিসাবে মূল্যবান আলোচনা পেশ করেন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদ্রাসার সম্মানিত মুহতামিম বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবু তাহের জিহাদি, হাফিজাহুল্লাহ।
অনুষ্ঠানে আরো বক্তব্য পেশ করেন জামিয়ার সম্মানিত মুহাদ্দিস, দাতা সড়ক জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হযরত মাওলানা আব্দুর রহমান, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি জনাব মাওলানা সাইফুদ্দিন মনির, লিচুবাগ জামে মসজিদের ইমাম এবং খতিব জনাব মাওলানা মোঃ শামসুদ্দিন, সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের নারায়ণগঞ্জ পূর্ব থানার হাফেজ মাওলানা মোঃ তোফাজ্জল হোসেন। বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ফরিদ উদ্দিন আহমাদ ও মাওলানা হাবিবুর রহমান।