সিলেট মহানগরীর আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারিসহ মোট ৭ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ মাওলানা এটিএম মা’ছুম
সিলেট মহানগরী জামায়াতের আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারিসহ মোট ৭ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২৮ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “জামায়াতে ইসলামী সিলেট মহানগরী আমীর জনাব মুহাম্মাদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর জনাব সোহেল আহমাদ ও সেক্রেটারি জনাব মোঃ শাহজাহান আলীসহ মোট ৭ জন নেতাকর্মীকে সরকারের দায়ের করা মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে পাঠানো হয়েছে। তারা উচ্চ আদালত থেকে জামিন প্রাপ্ত ছিলেন। আজ ২৮ নভেম্বর আদালতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তারা জামিনের জন্য সিলেটের নিম্ন আদালতে হাজির হন। তারা আশা প্রকাশ করেছিলেন তাদের জামিন মঞ্জুর করা হবে। কিন্তু সরকারের দায়ের করা মিথ্যা ও সাজানো মামলায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে তিনি আরো বলেন, সরকার তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণের ব্যবস্থা করে তাদের মৌলিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ করেছে। যা আইন ও সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
সিলেট মহানগরী আমীর জনাব মুহাম্মাদ ফখরুল ইসলামসহ আটককৃত জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”