সারাদেশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
১৫ মার্চ রাজশাহী মহানগরীতে রাতভর পুলিশ গ্রেফতার অভিযান চালিয়ে ১৪ জন এবং গত কয়েক দিনে সাতক্ষীরায় ২ জন, চট্টগ্রাম মহানগরীতে ১ জন এবং ঝালকাঠী জেলায় ১ জনসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের মোট ২০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৬ মার্চ এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তিনি বলেন, “স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি পালন করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং তা পালন করা হচ্ছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা, মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তা, রোগীর সেবা, করোনায় মৃত্যুবরণকারীদের পরিবারকে আর্থিক সহায়তা, কন্যা দায়গ্রস্তদের বিয়ে ও আত্মকর্মসংস্থানে সহযোগিতা প্রদান করা, অসহায়, এতিম, পথশিশু ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি ইত্যাদি।
জাতি যে মুহূর্তে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছে, ঠিক সেই মুহূর্তে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান পরিচালনা খুবই দুঃখজনক। জামায়াতে ইসলামীর গঠনমূলক কাজকে বাধাগ্রস্ত করতে নেতা-কর্মীদেরকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করছে ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। আমি এই গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জুলুম-নীপিড়ন বন্ধ করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”