সাবেক ছাত্রনেতা মাওলানা সুলাইমান রেজার মৃত্যুতে গভীর শোক নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ শহর শাখার সাবেক সেক্রেটারী , মুন্সীগঞ্জ ও পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী সদর উপজেলা শাখার সেক্রেটারী জনাব মাওলানা সুলাইমান রেজা গত রাত এগারো ঘটিকায় পটুয়াখালী সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মরহুমের নামাজের জানাজা আজ সকাল এগারো ঘটিকায় বাঁশবুনিয়া আদম আলী পন্ডিত জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমের রুহের মাগফেরাত করে পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মঈনুদ্দিন আহমদ ও সেক্রেটারী মাওলানা আবু রাকীব। তারা শোক- সন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণ এর তাওফিক কামনা করে বলেন “মরহুম সারা জীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে কাজ করে গেছেন। মহান রাব্বুল আলামীন তাঁর সকল প্রচেষ্টাকে কবুল করে তাকে যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন “