সাবেক এমপি জনাব মোঃ আশরাফ হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
খুলনা-৩ আসনের সাবেক এমপি এবং জাতীয় সংসদের সাবেক হুইপ জনাব মোঃ আশরাফ হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৮ জুলাই ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, “জনাব মোঃ আশরাফ হোসেন ৮০ বছর বয়সে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ১৭ জুলাই শুক্রবার দিবাগত রাত ৩টায় ইন্তিকাল করেছেন।
তিনি তার নিজ আসন খুলনা-৩ থেকে ৬ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ছিলেন খুলনার একজন বিশিষ্ট শ্রমিক নেতা। জাতীয় সংসদ সদস্য এবং বিশিষ্ট শ্রমিক নেতা হিসেবে তিনি তার এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। একজন রাজনীতিবিদ হিসেবে তিনি এলাকার অসহায় মানুষের সেবা করে গিয়েছেন। খুলনার জনগণ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
আমি তার ইন্তিকালে শোক প্রকাশ করছি এবং তার শোকাহত পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”