সাবেক এটর্নি জেনারেল এডভোকেট এ. জে. মোহাম্মাদ আলীর ইন্তিকালে আমীরে জামায়াতের গভীর শোক প্রকাশ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর সিনিয়র এডভোকেট ও সাবেক এটর্নি জেনারেল জনাব এ. জে. মোহাম্মাদ আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২ মে এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, “এডভোকেট এ. জে. মোহাম্মাদ আলী বাংলাদেশের আইন অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। আমি তাঁর ইন্তিকালে অত্যন্ত শোকাহত। আইনজীবী হিসেবে তিনি দরিদ্র অসহায় বিচারপ্রার্থীদের বিনা পয়সায় সেবা প্রদান করেছেন। বিশেষ করে বর্তমান সরকারের মামলা-হামলার শিকার বিরোধী দলের বহু নেতাকর্মীকে তিনি আইনি সহায়তা দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। তিনি মজলুম মানুষকে আইনি সহায়তা প্রদান করায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমি তাঁকে আন্তরিকভাবে স্মরণ করছি এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গিয়েছেন। তার মৃত্যুতে আমরা আইন অঙ্গণের একজন অভিভাবককে হারালাম। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর শূন্যতা পূরণ করে দিন।