15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0
সর্বশেষ সংবাদ
আমাদের প্রকাশনী

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি একেএম ফজলুল হকের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি, ছাত্রশিবিরের খুলনা মহানগরী শাখার সাবেক সভাপতি ও সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক এবং কলারোয়া থানার বাসিন্দা জনাব একেএম ফজলুল হক ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ২৬ ডিসেম্বর সকাল পৌণে ৭টায় ৪৯ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি বৃদ্ধা মাতা, স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৬ ডিসেম্বর বাদ জোহর কলারোয়া পাইলট স্কুল মাঠে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

জনাব একেএম ফজলুল হকের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৬ ডিসেম্বর ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব একেএম ফজলুল হক শান্ত, ধীর-স্থির, বিচক্ষণ, প্রখর মেধা ও দক্ষ সংগঠক ছিলেন। ছাত্রজীবনে তিনি ছাত্র ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য ছিলেন। তিনি দক্ষিণ-পশ্চিম জনপদের বিভাগীয় শহর খুলনা মহানগরী ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। তার গতিশীল নেতৃত্বে খুলনায় ছাত্র ইসলামী আন্দোলন মজবুত ভিত্তির উপর দণ্ডায়মান হয়। তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে নিজের সাংগঠনিক যোগ্যতার কারণে অল্প সময়ের মধ্যে সাতক্ষীরার মত একটি মজবুত সাংগঠনিক জেলার সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন।

তিনি সকলের কাছে অতি প্রিয় ও নির্ভরযোগ্য দায়িত্বশীল ছিলেন। তার ইন্তিকালে ইসলামী আন্দোলন একজন সম্ভাবনাময় নেতৃত্বকে হারাল। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। রাহমাহ, মাগফিরাহ এবং তার করা আমলের ওপরে সীমাহীন বারাকাহ মন্ডিত হোক। আল্লাহ রাব্বুল আলামীন জনাব একেএম ফজলুল হককে তাঁর আবরার গোলামদের মধ্যে শামিল করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। মা, স্ত্রী ও সন্তান-সন্ততিদের আল্লাহ তাআলা তাঁর নিজের অভিভাবকত্বে কবুল করুন।

তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন এবং সহকর্মীদেরকে রাব্বুল আলামীন সবরে জামিল দান করুন। আমীন