সরকার মাওলানা আনম শামসুল ইসলামের উপর চরম জুলুম করেছে -ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম উচ্চ আদালত থেকে সকল মামলায় জামিন লাভের পর কারাগার থেকে মুক্তি লাভের পূর্বে পুনরায় তাকে নতুন মামলা দিয়ে আটক রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৪ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম দেশের সর্বোচ্চ আদালত থেকে সকল মামলায় জামিন প্রাপ্ত হন। ২৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্ত হওয়ার পূর্ব মুহূর্তে পুনরায় তাকে পটিয়া থানার একটি মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এর মাধ্যমে সরকার মাওলানা আনম শামসুল ইসলামের উপর চরম জুলুম করেছে। জনাব শামসুল ইসলাম নানা জটিল রোগে আক্রান্ত। সরকার তাকে আটক রেখে তার মৌলিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ করেছে। যা আইন ও সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সরকার অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘণ করছে। এতে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও প্রতিষ্ঠান উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু সরকার সে দিকে কর্ণপাত না করে তার দলন-পীড়ন ও স্বৈরাচারী আচরণ অব্যাহত রেখেছে। এর মাধ্যমে সরকার মূলত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।
অবিলম্বে মাওলানা আনম শামসুল ইসলামসহ গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর সকল নেতা-কর্মীদের নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”