সরকার কার্যত দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টাই করে যাচ্ছে-এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ
বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে ১১ নভেম্বর শুক্রবার এক স্থানীয় মিলনায়তনে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আমীর এ্যাডভোকেট মুহাম্মাদ নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. ছামিউল হক ফারুকী।
মতিউর রহমান আকন্দ বলেন, “বিগত ১৪ বছর ধরে জামায়াতে ইসলামীর ওপর সরকারি পৃষ্ঠপোষকতায় সীমাহীন অত্যাচার, জুলুম-নিপীড়ন চালানো হয় এবং জামায়াতের শীর্ষ নেতাদের সাজানো মামলায় বিচারের নামে ফাঁসি দিয়ে জামায়াতকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টা করা হয়।
তিনি আরো বলেন, সরকার আজ দেশ চালাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী প্রায় ৮ লক্ষ কোটি টাকা পাচারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে সরকার কার্যত দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টাই করে যাচ্ছে। এ অবস্থায় এ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্বহাল করাই সময়ের দাবি। আর এ দাবিতে জাতি আজ ঐক্যবদ্ধ। এ দাবি আদায়ে জামায়াতের সর্ব পর্যায়ের জনশক্তিকে সাথে নিয়ে ধৈর্য ও সাহসিকতার সাথে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিতে উপজেলা আমীরসহ সর্ব পর্যায়ের দায়িত্বশীলদের প্রতি তিনি আহবান জানান।”
বিশেষ অতিথি ড. ফারুকী বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারেনা। তিনি জনগণের কল্যাণে ও জাতীয় স্বার্থে যে কোনো ত্যাগের বিনিময়ে সকলকে প্রস্তুত থাকার আহবান জানান।”