15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0
সর্বশেষ সংবাদ
আমাদের প্রকাশনী

সমাজকে দারিদ্রমুক্ত করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মহানগরী জামায়াতের

“সকল মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা এবং সমাজ থেকে দারিদ্রতা দূর করার দায়িত্ব সরকারের। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ। সুতরাং এ অবস্থায় সমাজ সচেতন ও বিত্তশালী ব্যক্তিদের এ কাজে এগিয়ে আসতে হবে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী-নারায়ণগঞ্জ মহানগরী শাখার শুরা সদস্য ও বন্দর দক্ষিণ থানা আমীর জনাব ফজলুল হাই জাফরির সভাপতিত্বে বেকার ও দুস্থদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারী আলহাজ্ব এম এস ইসলাম উপরোক্ত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “আগামীতে দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ আজ দিশেহারা। শত শত শিক্ষিত যুবক আজ বেকার। কর্মসংস্থানের অভাবে তারা আজ মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় স্ব-উদ্যোগে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইনসাফভিত্তিক সুখী-সমৃদ্ধ এমন একটি দেশ গড়ার জন্য জামায়াতে ইসলামী আন্দোলন করে যাচ্ছে, যেখানে সকল মানুষ তাদের নায্য অধিকার ফিরে পাবে।” জনাব ইসলাম জামায়াতের এই সামাজিক আন্দোলনে শরিক হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান