সঠিক তদন্তের মাধ্যমে বুদ্ধিজীবী হত্যার প্রকৃত রহস্য উন্মোচন করতে হবে- মাওলানা মঈনুদ্দিন আহমাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী শাখার সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেছেন যে, বিরোধী রাজনৈতিক দলের উপর দোষ চাপানোর হীন স্বার্থে স্বাধীনতার ৫১ বছর পরেও বুদ্ধিজীবী হত্যার বিচার করা হয়নি। তিনি অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তি দাবি করেন। তিনি ১৪ডিসম্বর বুধবার বিকেলে জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মুহাম্মদ আবদুল জব্বারের সভাপতিত্বে “ঠিকানা’’ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারী মাওলানা আবু রাকিব, সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ রেদোয়ান, নারায়ণগঞ্জ উত্তর থানার সেক্রেটারি আবুল কালাম আজাদ ও বায়তুলমাল সেক্রেটারি মনির হোসেন, ওয়ার্ড সভাপতি সিদ্দিকুর রহমান, মোঃ ইব্রাহিম প্রমুখ।